test

ভারতে তিন তালাক বিল পাসঃ তিন তালাক দিলেই তিন বছরের জেল।

লোকসভায় তিন তালাক বিল পাস, প্রত্যাখ্যান করল জিআইও

পয়গাম টিভি, ডিজিটাল ডেস্ক : বিজেপি সরকার লোকসভায় তিন তালাক বিল পাস করে আইনে পরিণত করার যে চেষ্টা করছে তাকে প্রত্যাখ্যান করেছে গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (জিআইও)।

গতকাল (বৃহস্পতিবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ট্রিপল তালাক বিল পাস হয়েছে। এবার তা রাজ্যসভায় পাস হলে আইনে পরিণত হবে। বিলটিতে তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে স্বামীকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।  

জিআইও নেত্রী সফিউন্নেসা আজ (শুক্রবার) বলেন, ‘লোকসভায় কেন্দ্রীয় সরকার ট্রিপল তালাক সংক্রান্ত যে বিল পাস করেছে তাতে সরকার মুসলিম নারীদের সুবিচার দেকয়া হচ্ছে বলে দাবি করছে। কিন্তু আমরা যদি বাস্তব ক্ষেত্রে দেখি তাহলে দেখা যাবে আসলে এখানে সুবিচারের পরিবর্তে তাদের প্রতি অবিচার করা হচ্ছে। কেননা যে বিষয়টা একটা পারিবারিক ও সামাজিক বিষয় তাতে ফৌজদারি অপরাধের আওতায় এনে স্বামীকে তিন বছর কারাদণ্ড দেওয়া হবে। ওই পরিবারের ভরণপোষণের ব্যাপারে কোনো ভাবনা নেই। তাদেরকে অনুদান দেওয়া হবে হবে কি না, তারা সাহায্য সহযোগিতা পাবেন কি না তা নিয়ে সরকার কোনো কথা বলেনি বা ঘোষণাও দেয়নি যে স্বামীকে তিন বছর জেলে দেওয়ার পরে আমরা ওই পরিবারের দায়িত্ব পালন করব। স্বামীকে যদি জেলে পাঠানো হয় তাহলে সেই পরিবারের কী হবে? তার স্ত্রী, তার ছেলে-মেয়েরা আর্থিক দুরবস্থার মধ্যে পড়বেন। সুতরাং তাদেরকে কীভাবে সুবিচার দেওয়া হচ্ছে?'

তিনি বলেন, 'ইসলামে ট্রিপল তালাকের বিষয়টি একটা বিচ্ছিন্ন ঘটনা। মুসলিম সমাজে যা খুব কম ও নগণ্য পরিমাণে ঘটে। আমরা একে মাইক্রোস্কপিক ঘটনা বলতে পারি। এটা যাতে না ঘটে সেই বিষয়ে মুসলিমদের সচেতন করলেই এই সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। ইসলামের মধ্যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের ঘটনা নেই। সেখানে যেহেতু একটা সুন্দর পদ্ধতি আছে। সেই পদ্ধতিকে জানানো হলেই ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা কমানো সম্ভব হবে।’

জিআইও নেত্রী বলেন, ‘যদি মুসলিম নারীদের প্রতি সুবিচারের এতই ইচ্ছা থাকে তাহলে ইতিপূর্বে বিভিন্ন দাঙ্গার ঘটনায় মুসলিম নারীরা যে দুর্ভোগে পড়েছিলেন তাদের উন্নয়ন, তাদের বাসস্থান, আর্থিক দিক থেকে তুলে আনার জন্য কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি কেন?’

মুসলিম নারীদের জন্য আল্লাহপ্রদত্ত যে আইন আছে সেটাই যথেষ্ট। এজন্য আলাদা আইনের কোনো প্রয়োজন নেই বলেও রাজ্য জিআইও নেত্রী সফিউন্নিসা মন্তব্য করেন।
সূত্র:পয়গাম টিভি
ভারতে তিন তালাক বিল পাসঃ তিন তালাক দিলেই তিন বছরের জেল। ভারতে তিন তালাক বিল পাসঃ তিন তালাক দিলেই তিন বছরের জেল। Reviewed by mohhamad noor hossain on July 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.
Icons made by Roundicons from www.flaticon.com is licensed by CC 3.0 BY