test

স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ দুর হবে মাত্র ২ দিনে



স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ কম বেশি সবারি আছে। ছেলে মেয়ে উভয়েরি এটা হয়। হটাত করে শরীর এর পরিবরতনের ফলে এটা হয়ে থাকে। এতে করে ঘাবড়াবার কিছু নেই। নারিকেল তেল, অ্যালোভেরা, চিনি আরও অনেক কিছু দিয়েই দূর করা যায় “স্ট্রেচ মার্ক” বা ত্বকের ফাটা দাগ।

স্ট্রেচ মার্ক কেন হয়?

অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত ওজন থেকে দ্রুত চিকন হওয়া, সন্তান প্রসবের পর, বয়সন্ধিকালে শরীরে ফাটা দাগ দেখা দিতে পারে।
ত্বক দ্রুত আকৃতি পরিবর্তন করলে বা সংকুচিত বা প্রসারিত হলে নারী-পুরুষ উভয়েরই এই দাগ হতে পারে। এর পেছনে কোনো রোগের ভূমিকা নেই। ত্বক যখন প্রসারিত হয়, তখন তার “কোলাজেন” দুর্বল হয়ে যায় এবং ত্বকের উপরিভাগে ফেটে যায় বা চেরা দাগ তৈরি হয়।

স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ দূর করার উপায়

নারিকেল তেল:

এই তেলের ক্ষয়রোধকারী উপাদান আছে, যা ত্বককে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। আর এজন্য অবশ্যই ব্যবহার করতে হবে “ভার্জিন” নারিকেল তেল। দিনে দুইবার দাগ হওয়া স্থানে এই তেল লাগাতে হবে।

অ্যালোভেরা:

ক্ষয়পূরণের পাশাপাশি ত্বক মসৃণ করতেও বেশ কার্যকরী অ্যালোভেরা। এতে আছে “গ্লুকোমানান” এবং “গিবেরেলিন” নামক উপাদান, যা ত্বকে “কোলাজেন” উৎপাদনের গতি বাড়ায় এবং ক্রমেই হালকা হয় ফাটা দাগ। অ্যালোভেরার থেকে জেল বের করে নিয়ে তাতে ‘ভিটামিন এ’ এবং ‘ভিটামিন ই’ ক্যাপসুলের তেল মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে দাগ আক্রান্ত অংশে লাগাতে হবে ।

চিনি:

ত্বকের ফাটা দাগ তোলার “ক্লিনিকালি” প্রমানীত একটি পদ্ধতি হলো “মাইক্রোডার্মাব্রেশন’।এই পদ্ধতিতে দীর্ঘদিন থেকেই ব্যবহার হয়ে আসছে চিনি। এক কাপ চিনির সঙ্গে এক কাপের এক চতুর্থাংশ পরিমান আলমন্ড অয়েল কিংবা নারিকেল তেল মিশাতে হবে। এবার সামান্য লেবুর রস মিশিয়ে দাগ আক্রান্ত অঞ্চলে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে হবে। প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন গোসলের আগে মিশ্রণটি মাখতে হবে। ০৮ থেকে ১০ মিনিট মালিশ করতে হবে।

শিয়া বাটার:

“অ্যান্টি-অক্সিডেন্ট” এবং প্রদাহরোধী উপাদান দুটোই আছে “শিয়া বাটার”। “ময়েশ্চারাইজিং”য়ে “শিয়া বাটার” অতুলনীয় এবং নিয়মিত ব্যবহার ত্বককে করে স্বাস্থ্যোজ্জ্বল ও দূর করে মৃত কোষ। বিশুদ্ধ “শিয়া বাটার”নিয়ে ফাটা দাগে সরাসরি প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ মালিশ করে রাখতে হবে। চাইলেই প্রতিদিন কয়েকবার এটি ব্যবহার করতে পারেন।

ক্যাস্টর অয়েল:

“রিসিনোলেইক অ্যাসিড” থাকে “ক্যাস্টর অয়েল”এ, যা ত্বকের একটি “কন্ডিশনিং এজেন্ট”। তাই ফাটা দাগ দূরে এটি বেশ কার্যকরী। এর পাশাপাশি ত্বক ও চুলের জন্যও এই তেল উপকারী। ক্যাস্টর অয়েল সামান্য হালকা গরম করে ফাটা দাগ আক্রান্ত অংশে (১৫ -২০) মিনিট মালিশ করতে হবে।
সব কিছুর যেমন ভাল আচে,তেমন মন্দও আছে। তাই যেকোনো জিনিস ব্যাবহার এর পূর্বে তা ভাল করে যাচাই করতে হবে।সব থেকে ভাল হয় যদি এরকম sencitive ব্যাপার এ প্রথমে ডাক্তার এর বা ঐ বিষয় এর বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হয়। তাই যেকোনো পদ্ধতি অনুসরণের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া ভালো।
স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ দুর হবে মাত্র ২ দিনে স্ট্রেচ মার্ক বা ত্বকের ফাটা দাগ দুর হবে মাত্র ২ দিনে Reviewed by mohhamad noor hossain on July 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.
Icons made by Roundicons from www.flaticon.com is licensed by CC 3.0 BY